সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৩:০১ পূর্বাহ্ন
ভোলা প্রতিনিধি ॥ বাল্য বিয়ের হার কমিয়ে আনার লক্ষ্য নিয়ে ভোলায় যাত্রা শুরু করেছে “বাংলাদেশের প্রারন্তি বিয়ে নিয়ে লড়াই’ নামের একটি প্রকল্পর কার্যক্রম। রবিবার (১৬ জুন) সকালে ভোলা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে প্রকল্পের কার্যক্রম এর আনুষ্ঠানিক উদ্ভোধন করেন জেলা প্রশাসক মাসুদ আলম ছিদ্দিক। বাংলাদেশ সরকারের জাতীয় লক্ষ্য অর্জনে সহায়তা করতে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ভোলা জেলার ৪ টি উপজেলায় প্রকল্পটি বাস্তবায়ন করবে।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)মৃধা মো: মোজাহিদুল ইসলাম এর সভাপত্বিতে এসময় আরো উপস্থিত ছিলেন- সিভিল সার্জেন ডা. রথীন্দ্র নাথ মজুমদার, ভোলা সদর উপজেলার চেয়ারম্যান মো: মোশারেফ হোসেন,প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ কর্মকর্তা তানিয়া নুসরাত জামান,সংস্থার পরিচালক ( ফিল্ড অপারেশন) দেবাশীষ সাহা,বিভাগীয় ব্যবস্থাপক শাহরুখ সোহেল, ভোলা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো: কামাল হোসেন প্রমুখ।
এসময় বক্তারা বলেন, বাল্য বিয়ে প্রতিরোধে সমাজের সব শ্রেনি-পেশার মানুষরে সমন্বিত উদ্যোগ ও সহায়তা প্রয়োজন বলে জানান।
প্রায় সাড়ে চার বছর মেয়াদী এই প্রকল্পটি বাংলাদেশ ব্যাপী জাতীয় লক্ষ্যের সাথে সঙ্গতি রেখে ২০২১ সালের মধ্যে ১৫ বছরের কমবয়সী মেয়েদের বিয়ের হার শূন্য ও ১৮ বছরের কমবয়সী মেয়েদের ক্ষেত্রে এক তৃতীয়াংশে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশ সরকারকে সহায়তা করবে বলে জানান ।
Leave a Reply