সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৮:১২ পূর্বাহ্ন
ভোলা প্রতিনিধি ॥ ভোলায় দুযোর্গ ব্যবস্থাপনা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। বুধবার বেলা ১১ টায় ভোলা জেলা প্রশাসন এর আয়োজনে সার্কেট হাউজ এর সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক মৃধা মো: মোজাহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন কোস্ট গার্ড এর দক্ষিন জোন কমান্ডার এ এইচ এম মাহাবুবুর রহমান,জেলা ত্রান ও পুর্নবাসন কর্মকর্তা এ বি এম আকরাম হোসেন,ঘূর্নিঝড় প্রস্তুতি কর্মসূচী (সিপিপি)ভোলা জেলার উপ-পরিচালক সাহাবুদ্দিন মিয়া, জেলা মৎস কর্মকর্তা এস এম জহিরুল ইসলাম সহ আরো অনেকে। এসময় বিভিন্ন উপজেলার পিআইও সহ দুযোর্গ ব্যবস্থাপনা কমিটির সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, এখন দুযোর্গ এর মৌসুম চলছে। এই সময় জেলার বেশির ভাগ মৎসজীবী মাছ ধরতে সাগরে ও নদীতে যাচ্ছে। তারা দুযোর্গ এর ঝুকিঁ উপেক্ষা করে মাছ ধরতে গিয়ে অনেক জেলে নিখোজঁ হচ্ছে। তাই জেলেদের সুরক্ষার জন্য তাদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে। যেন দুযোর্গ এর সময় কেউ মাছ ধরতে না গিয়ে নিরাপথ অশ্রয় থাকতে বলা হয়েছে । প্রতিটি মৎস ঘাটে জেলেদের মনিটরিং করতে হবে। তাদের নৌকায় ও বোটে পর্যাপ্ত সংখ্যাক নিরাপত্তার সরঞ্জাম এর ব্যাবস্থা গ্রহন করতে হবে। জেলেদের মাছ ধরতে যাওয়ার আগে প্রতিটি ঘাটে কয়েদিনের জন্য মাছ ধরতে যাচ্ছে কোথায় যাচ্ছে তার পূর্ন তথ্য দিয়ে সাগরে যেতে বলা হয়েছে।
এছাড়াও মৎসজীবীদের তালিকা পূর্ন যাচাই বাচাই করে প্রকৃত জেলেদের তালিকায় নিয়ে আসতে মৎস বিভাগকে নির্দেশ প্রধান করা হয়। এসময় ভোলায় প্রতিটি উপজেলায় কি পরিমান আশ্রয় কেন্দ্র রয়েছে ও আরো কি পরিমান প্রয়োজন তার তালিকা তৈরি করতে সিদ্ধান্ত নেয়া হয়। পাশাপাশি প্রতিটি উপজেলার উপজেলা দুযোর্গ ব্যবস্থাপনা কমিটি,ইউনিয়ন কমিটি গুলোকে সক্রিয় করার জন্য স্ব স্ব উপজেলার নির্বাহী অফিসারদের নির্দেশ দেয়া হয়।
Leave a Reply