সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৭:৩০ পূর্বাহ্ন
ভোলা প্রতিনিধি॥ ভোলা জেলার দুর্গম উপজেলা মনপুরায় দুর্বৃত্ত কর্তৃক এক কিশোরীকে খালার বাড়ি থেকে জোরপূর্বক তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
রবিবার পরিষদের পাঠানো বিবৃতিতে ওই কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। পাশাপাশি নির্যাতনের শিকার ওই কিশোরীর সুচিকিৎসাসহ তার ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিতকরণের অনুরোধ জানানো হয়।
একইসঙ্গে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের এই সময়ে সারা দেশে এ ধরনের বর্বর ও নৈরাজ্যকর ঘটনা প্রতিরোধে সরকার, প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়। এছাড়াও ধর্ষণ, ধর্ষণের পর হত্যা, নারী ও শিশু নির্যাতনের ঘটনা প্রতিরোধে সব সামাজিক শক্তিকে এগিয়ে আসার জন্য আহ্বান জানানো হয়।
উল্লেখ্য, গত ঈদুল আজহার সময় ঢাকা থেকে ভোলার মনপুরা উপজেলার মনপুরা ইউনিয়নে খালার বাড়িতে বেড়াতে এসে সেখানেই বসবাস করছিলেন ভুক্তভোগী ওই কিশোরী।
গত ৭ সেপ্টেম্বর রাতে শৌচাগারে যাওয়ার জন্য ঘরের বাইরে বের হলে এসময় শাকিব (১৮), আ. করিম (১৯), জোবায়ের হোসেন (১৮) ও মো. শামীমসহ (১৯) ছয়জন বখাটে ওই কিশোরীর হাত, পা ও মুখ বেঁধে মোটরসাইকেলে উঠিয়ে অপহরণ করে প্রথমে মনপুরা মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনে এবং পরে উপজেলার আন্দিরপাড় মাধ্যমিক বিদ্যালয়ের ভবনে নিয়ে গিয়ে ধর্ষণসহ পাশবিক নির্যাতন চালায়। পরে সেখানেই কিশোরীকে ফেলে পালিয়ে যায় তারা। এসময় কিশোরীর চিৎকারে স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করে। এ ঘটনার গত ১১ সেপ্টেম্বর শুক্রবার মনপুরা থানায় একটি মামলা হয়েছে।
Leave a Reply