রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৯:১৬ অপরাহ্ন
ভোলা প্রতিনিধি॥ভোলায় কাভার্ড ভ্যান চাপায় মো. বাগন আলী মোরাদার (৯০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে। নিহত বাগন আলী সদর উপজেলার পুর্ব ইলিশা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বাসিন্দা। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে ভোলা-লক্ষীপুর মহাসড়কের ইলিশা গোডাউন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে সদর উপজেলার ভোলা-লক্ষীপুর মহাসড়কের ইলিশা গোডাউন এলাকা দিয়ে বাগন আলী রাস্তা পারাপারের সময় ভোলা থেকে ইলিশা ফেরীঘাটগামী ঢাকা মেট্রো-ন ১৫-১৯৯৯ নামের একটি ছোট কাভার্ড ভ্যান তাকে ধাক্কা দেয়। এতে সে ঘটনাস্থলেই মারা যায়। পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এবং কাভার্ড ভ্যানটিও জব্দ করে। তবে পুলিশ আসার আগে কাভার্ড ভ্যানের ড্রাইভার পালিয়ে যায়।
ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মো. মোক্তার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। এবং ঘটনাস্থল থেকে কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। তবে ড্রাইভার পলাতক থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি।
Leave a Reply