মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৮:৩৮ পূর্বাহ্ন
ভোলা প্রতিনিধি॥ ভোলার দৌলতখানে ১ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল পাঁচার করার সময় তিন যুবককে আটক করেছে থানা পুলিশ। রোববার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই জেন্নাত আলীর নেতৃত্বে পুলিশের একটি দল দৌলতখান বাংলাবাজার প্রধান সড়কে অভিযান চালিয়ে ওই অবৈধ জালসহ তাদের হাতেনাতে আটক করে।
সোমবার (২০ জানুয়ারি) বেলা ১১ টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জীতেন্দ্র কুমার নাথ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃত প্রত্যেককে মৎস সংরক্ষণ আইনে ৫ হাজার টাকা করে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
আটককৃতরা হলেন- শাহে আলম (২৬) ও নুর বাহাদুর (৩৫) তারা বরগুনার আমতলি এলাকার বাসিন্দা। জুনায়েত (৩০) মুন্সিগঞ্জ এর বাসিন্দা। দৌলতখান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বজলার রহমান জানান, রোববার সন্ধ্যায় ১ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল ভোলা থেকে লালমোহনে উদ্দ্যোশে পিকআপ গাড়ি দিয়ে পাঁচার কালে দৌলতখান বাংলাবাজার প্রধান সড়কে আসলে পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে জালসহ হাতেনাতে আটক করে। এরপর সোমবার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে ১৫ হাজার টাকা জরিমানা ও জব্দকৃত ১ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল থানা প্রাঙ্গণে পুড়িয়ে ধ্বংস করা হয়। জালের বাজার মূল্য আনুমানিক সাড়ে ৫ লাখ টাকার মত রয়েছে।
তিনি আরও বলেন, মূলত আটককৃত ব্যক্তিরা ওই অবৈধ কারেন্ট জালের মালিক না। তারা পিকআপ এর ড্রইভার ও হেলফার। তবে অবৈধ কারেন্ট জালের মালিক পক্ষের কাউকে পাওয়া যায়নি।
Leave a Reply