বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৯:৪৯ অপরাহ্ন
ভোলার প্রতিনিধি॥ মাদক সেবনে বাধা প্রদান করায় ভোলা কম্পিউটার এর ব্যবসায়ী আব্দুল্লার উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। বুধবার বিকালে ধনিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের বালিয়াকান্দি ইউসুফ ডাক্তার বাড়িতে এই হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় স্থানীয়রা আহত অবস্থায় আব্দুল্লাহকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করে। এই ঘটনায় ভোলা সদর থানায় একটি মামলার প্রস্তুতি চলছে বলে জানা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার বিকালে আব্দুল্লাহ তার গ্রামের বাড়ি ধনিয়া ইউনিয়নের বালিয়াকান্দি যায়। সেখানে বাড়ি সীমানার মধ্যে প্রবেশ করে একদল উঠতী বয়সী তরুণ করোনার মধ্যে সামাজিক দূরত্ব বজায় না রেখে সেখানে বসে মাদক গ্রহণ করছিলো। তখন তিনি তাদেরকে ডাক দিয়ে স্থান ত্যাগ করে বাড়িতে চেলে যেতে বলেন। কিন্তু তারা তার কথা না শুনে তাকে প্রথমে মারধর করার জন্য তেড়ে আসে।
পরে এক পর্যায়ে ঐ তরুণরা জেলা প্রশাসন কার্যালয়ের কর্মচারী তরিকুল ইসলাম এর নেতৃত্বে বাহার, তাজল ইসলাম, এমরান সহ ১০ থেকে ১২ জনের একটি গ্রুপ দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে এসে আব্দুল্লাহকে মারধর করে ব্যাপক ভাবে আহত করে। পরে এক পর্যায়ে তাদের হাত থেকে স্থানীয়রা এসে আব্দুল্লাহকে রক্ষা করে। পরে তিনি বাসার মধ্যে আশ্রয় নিয়ে জ্ঞান হারায়। স্থানীয় এলাকাবাসী এসে তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করে।
এই ঘটনায় ব্যবসায়ী আব্দুল্লাহ সাংবাদিকদের জানায়, আমি আমার গ্রামের বাড়িতে দীর্ঘদিন পরে গেছি। যেয়ে দেখি একদল তরুণ তারা আমার বাড়ির মধ্যে প্রবেশ করে মাদক গ্রহণ করছিলো। আমি তাদের ডাক দিলে তারা তরিকুল ইসলামকে নিয়ে এসে আমি কিছু বুঝে উঠার আগেই আমার উপর চওড়া হয়ে আমাকে মারধর করে আহত করে। আমি এই ঘটনার জন্য তরিকুল ইসলাম ও তার দোসরদের শাস্তি দাবি করছি।
এই ঘটনায় তরিকুল ইসলাম জানায়, আমি তাদের মাল্টিপারপাস ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবসার জন্য ৬ লাখ টাকা দেই। কিন্তু তারা টাকা না দিয়ে আমার পরিবারের সদস্যদের ঘুরাচ্ছিলো। আমি আব্দুল্লাহর কাছে জানতে গিয়েছিলাম কবে তার পাওনা অর্থ ফেরত দিবে। কিন্তু কোন উত্তর না দিয়ে আমাকে দেখে ঘরের মধ্যে প্রবেশ করে। এখন আমার ও আমার পরিবারের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিচ্ছে সাংবাদিকদের কাছে। তদন্ত হলেই প্রমাণ হবে বলে তিনি জানান।ভোলা থানা (ওসি) এনায়েত হোসেন জানায়, এই ঘটনায় এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইন আনুক ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply