বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৬:৫৩ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি নুরুল হক নুরকে অজ্ঞাত ব্যক্তিরা হত্যার হুমকি দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বুধবার (১৭ জুন) সন্ধ্যায় তিনি রাজধানীর শাহবাগ থানায় একটি সাধারণ ডায়রি (জিডি নং ৬৬৩) করেছেন। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
সাধারণ ডায়রিতে নুরুল হক নুর অভিযোগ করেছেন, সোমবার (১৬ জুন) দিবাগত রাত একটা ১৮ মিনিটে ও একটা ৩৮ মিনিটে এবং মঙ্গলবার (১৭ জুন) দিবাগত রাত একটা ২৯ মিনিটে একটি নম্বর থেকে তাকে ফোন করে হত্যার হুমকি সংবলিত তিনটি বার্তা পাঠানো হয়। এছাড়া একই মোবাইল নাম্বার থেকে তার সংগঠন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ৪০ জন নেতার মোবাইলে একই বার্তা দিয়ে হত্যার হুমকি দেওয়া হয়।
নুরুল হক অভিযোগ করেন, এর আগে গত বছরের ২৬ মে, ১৪ আগস্ট, ২২ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবনে হামলাসহ বিভিন্ন জায়গায় তার ওপর ১১ বার হামলা হয়। একই কারণে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে তিনি অনুভব করছেন এবং নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে জিডিতে উল্লেখ করেন।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বলেন, ‘একটি মোবাইল নম্বর থেকে নুরুল হক নুরকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে তিনি থানায় জিডি করেছেন। আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছি।
Leave a Reply