রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৯:২৩ অপরাহ্ন
ভাণ্ডারিয়া প্রতিনিধি॥ ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকা দান কেন্দ্র বুথে বৈশ্বিক উচ্চ পযার্য়ের করোনা সংক্রামন ভাইরাস(কভিড-১৯) এর দ্বিতিয় ডোজ টিকা (৮এপ্রিল) বৃহস্পতিবার শুরু হয়েছে।
প্রথম ডোজ গ্রহনকারী ৪হাজার ৬৬জনের মধ্যে দ্বিতিয় ডোজের শুরুর দিনে ৫০জনে দ্বিতিয় ডোজ টিকা গ্রহন করেছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য প.প.কর্মকতার্(টি.এইচ.এ)ডাঃ ননী গোপাল রায়। টিকা গ্রহনকারী ৫০জনের মধ্যে ৪৫জন পুরুষ এবং ৫নারী।
ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কাযার্লয় সূত্রে জানাগেছে,(৮এপ্রিল) বৃহস্পতিবার ৪৬জনের করোনা টেস্ট করা হয়েছে তাতে ৫জন পজেটিভ শনাক্ত হয়েছে। বুধ ও বৃহস্পতিবার করোনা উপসর্গ নিয়ে হাসপাতালের আইসেলশনে ভর্তি অছে ৬জন।
এছাড়া উপজেলা প্রকৌশলী মো. বদরুল আলম (এলজিইডি) এবং একজন সংবাদিক করোনায় আক্রান্ত হয়ে হোমকোয়াইন্টেনে থেকে চিকিৎসা সেবা গ্রহন করছে এবং হাসপাতালের যে দুই স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছিল তারা সুস্থ্য আছেন জানান সূত্রটি।
Leave a Reply