সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ১১:০৭ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ রাজধানীর হানিফ ফ্লাইওভার। ঘড়ির কাঁটায় তখন সকাল সাড়ে ১১টা। মোটরসাইকেল চালিয়ে ফ্লাইওভার পাড়ি দিচ্ছিলেন আওয়ামী লীগ নেতা ডেমরার সানারপাড় চৌরাস্তা এলাকার মাহমুদুন নবী চৌধুরী (৫৪)। হঠাৎ বেপরোয়া বাসের ধাক্কা, সেখানেই নিথর নবী। তাঁর পকেটের মোবাইল ফোন থেকে দুর্ঘটনার খবর পৌঁছে স্বজনদের কানে।
ঘটনাস্থলে এসে নবীর লাশ দেখে মুষড়ে পড়ে তারা। স্বজনদের আহাজারিতে চোখে নোনা জল জমে উপস্থিত সবার। পরে লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। সেখান থেকে গতকাল বিকেলেই নবীর লাশের গাড়ি নিজ জেলা দিনাজপুরের ফুলবাড়ীর অভিমুখে ছোটে।
পুলিশ গজারিয়া পরিবহনের বাসটি জব্দ করতে পারলেও পালিয়েছেন চালক।
Leave a Reply