রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১১:১৪ অপরাহ্ন
বেতাগী প্রতিনিধি॥ বরগুনার বেতাগী পৌরসভা নির্বাচনে প্রথমবারের মত ইভিএমে ভোট গ্রহণ বিষয় কর্মকর্তাদের দুই দিনব্যাপি প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৩ ডিসেম্বর) সকাল ১০ টায় বেতাগী সরকারি পাইলট বিদ্যালয় উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে এতে অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, বেতাগী উপজেলা নির্বাহী অফিসার সুহৃদ সালেহীন।
প্রধান ট্রেইনার হিসেবে প্রশিক্ষন প্রদান করেন, রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার দিলীপ কুমার।
সহকারী ট্রেইনার ছিলেন, সহকারী রিটার্নিং অফিসার ও বেতাগী উপজেলা নির্বাচন অফিসার সহিদুল ইসলাম, বরগুনা সদর উপজেলা নির্বাচন অফিসার নাজমুল হোসেন, আমতলী উপজেলা নির্বাচন অফিসার তারিকুল ইসলাম, পাথরঘাটা উপজেলা নির্বাচন অফিসার আইয়ূব আলী। প্রশিক্ষনে ১০ প্রিজাইডিং, ৪৩ সহকারী প্রিজাইডিং ও ৮৬ জন পুলিং অফিসার অংশ গ্রহণ করেন।
Leave a Reply