সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৯:৩৩ অপরাহ্ন
তালতলী প্রতিনিধি॥ বরগুনার তালতলী উপজেলায় অগ্নিকাণ্ডে পুড়ল তামিল সাইমন ভ্যারাইটিজ স্টোর নামে একটি দোকান। স্টোরটির মালিক বশির হাওলাদার। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার পচাকোড়ালিয়া বাজারে এ দুর্ঘটনা ঘটে। এতে অন্তত ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান বশির।
সব সম্পত্তি বিক্রি ও ঋণ করে বছর খানেক আগে একটি ফলের দোকান দিয়েছিলেন বশির হাওলাদার। শুক্রবার রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে তার দোকানে অগ্নিকাণ্ড ঘটে। আর এতেই দোকানের সব কিছু পুড়ে ছাই হয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো রাতে দোকান বন্ধ করে বাড়িতে যান বশির হাওলাদার। পরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে ওই দোকানটি পুড়ে যায়। এ দিকে আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে আসতে পারেনি ফায়ার সার্ভিস। কারণ হিসেবে জানা যায়, পাশের আমতলী উপজেলার বেইলি ব্রিজ ভেঙে যাওয়ায় দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি ফায়ার সার্ভিসের সদস্যরা। বশির হাওলাদার বলেন, ‘আগুনে আমার শেষ সম্বলটুকু এখন ছাই হয়ে পড়ে রয়েছে। আমি পথে বসে গেলাম।’ তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সেলিম মিয়া জানান, বশির হাওলাদারকে সরকারিভাবে সহযোগিতা করা হবে।
Leave a Reply