শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০১:২৬ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ রাজধানীর পোস্তাগোলায় বুড়িগঙ্গা সেতু মেরামত শেষে সীমিত পরিসরে যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) রাতে সীমিত পরিসরে সেতুটি খুলে দেওয়া হয়।
এর আগে মঙ্গলবার সওজ থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর (বুড়িগঙ্গা সেতু-১) ক্ষতিগ্রস্ত গার্ডারের জরুরি মেরামত কাজ চলছে। সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) আশা করছে, রাতেই সেতুটি সীমিত পর্যায়ে যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করা যাবে। সেতু ব্যবহারকারীদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে সওজ।
সোমবার সকালে বুড়িগঙ্গায় ডুবে যাওয়া লঞ্চ উদ্ধারে নারায়ণগঞ্জ থেকে আসা উদ্ধারকারী জাহাজের ধাক্কায় সেতুটিতে ফাটল দেখা দেওয়ার পর সাময়িকভাবে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়। সড়ক ও জনপথ বিভাগের এক্সপার্ট টিম পরিদর্শন করার পর সেতুটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে।
Leave a Reply