সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৬:১০ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ গাজীপুরের কালীগঞ্জে বিলের পানিতে ডুবে রিয়াজ উদ্দিন নামে যুবকের মৃত্যু হয়েছে। রোববার বিকেলে বক্তারপুর ইউপির ফুলদী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রিয়াজ উদ্দিন জামালপুর গ্রামের নাজিম উদ্দিনের ছেলে। তিনি সাইফ এগ্রো অ্যান্ড ডেইরি ফার্মে কর্মী হিসেবে কাজ করতেন। বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ওসি একেএম মিজানুল হক।
তিনি জানান, বিকেলে রিয়াজ উদ্দিন উপজেলার ফুলদী গ্রামে অবস্থিত সাইফ এগ্রো অ্যান্ড ডেইরি ফার্মের পার্শ্ববর্তী বেলাই বিলের পানিতে গোসল করতে গিয়ে ডুবে যান। এর কিছুক্ষণ পর তার তাকে পানিতে ভাসতে দেখে সহকর্মীরা উদ্ধার করেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক অভিজিৎ দাস বলেন, সন্ধ্যা ৬টার দিকে রিয়াজ উদ্দিনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।
Leave a Reply