শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৩:৩৪ অপরাহ্ন
বাকেরগঞ্জ প্রতিনিধি॥ আগামী ২৮ ডিসেম্বর বরিশালের বাকেরগঞ্জ পৌরসভার নির্বাচন অনষ্ঠিত হবে। নির্বাচনের বাকি আর মাত্র কয়েক দিন। নির্বাচনী মাঠে চলছে প্রার্থীদের শেষ মুহূর্তের প্রচার-প্রচারণা। মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা সকাল থেকে রাত পর্যন্ত ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন। এখন নির্বাচনের মূল কেন্দ্রবিন্দু কাউন্সিলর নির্বাচন নিয়ে।
মেয়র পদটি নিয়ে এখানকার ভোটারদের মধ্যে খুব একটা আগ্রহ নেই। শহরের বিভিন্ন বাজার আর চায়ের দোকানে আড্ডায় ভোটাররা কাউন্সিলর প্রার্থীদের নিয়ে চুলচেরা বিশ্লেষণ করছেন। সদ্য সাবেক মেয়র লোকমান হোসেন ডাকুয়ার অবস্থান ভালো থাকার পাশাপাশি অপর দুই মেয়র প্রাথী পিছিয়ে থাকায় নির্বাচনের প্রধান আকর্ষণ মেয়র পদটি নিয়ে আগ্রহ নেই ভোটারদের।
আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিতব্য পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ ও বিএনপির মনোনীত প্রার্থীসহ তিনজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাধারণ কাউন্সিলর পদে ২৯ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে আরো ৯ জনসহ মোট ৩৮ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী লোকমান হোসেন ডাকুয়ার, বিএনপির প্রার্থী এসএম মনিরুজ্জামান ও ইসলামী আন্দোলন বাংলাদেশের খলিলুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এবার পৌরসভায় নির্বাচন বিগত নির্বাচনের তুলনায় ভিন্ন রূপ নিয়েছে। ভোটারদের মতে, আওয়ামী লীগের মেয়র প্রার্থী ও পৌরসভার বর্তমান মেয়র লোকমান হোসেন ডাকুয়া তফসিল ঘোষণার আগে থেকেই নির্বাচনের প্রচার-প্রচারণা চালাচ্ছেন। তিনি অন্য দুই প্রার্থীর চেয়ে শক্ত অবস্থানে আছেন।
বিএনপির প্রার্থী সম্পর্কে ভোটারদের কয়েকজন বললেন, মনিরুজ্জামান বছরের বেশির ভাগ সময় এলাকার বাইরে থাকেন। তৃণমূলের সঙ্গে তাঁর খুব একটা যোগাযোগ নেই। তাই এবারের নির্বাচনী মাঠে তিনি খুব একটা শক্ত অবস্থানে নেই।
নাম প্রকাশ না করার শর্তে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের এক ভোটার বলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগের মেয়র প্রার্থী লোকমান হোসেন ডাকুয়া নির্বাচনী মাঠে ভালো অবস্থানে থাকায় ভোটাররা অন্য প্রার্থীদের দিকে ঝুঁকছেন না। বিএনপি ও ইসলামী আন্দোলনের প্রার্থী নির্বাচনী মাঠ গরম করতে না পারায় ভোটারদের কাছে নির্বাচনে মেয়র পদের ফলাফল কিছুটা অনুমেয়। তাই ভোটাররা মেয়র প্রার্থীর চেয়ে কাউন্সিলর প্রার্থী বিশ্লেষণে বেশি আগ্রহী।
Leave a Reply