শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ১১:৩৮ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ চট্টগ্রামের লোহাগাড়ায় বাড়িতে ঢুকে গৃহবধূকে যৌন হয়রানি করায় সৈয়দ নুর নামে এক মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী। বুধবার রাত ৩টায় উপজেলার চুনতি ইউনিয়নের ডাকবাংলো এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবক আধুনগর হাতিয়ারপুল এলাকার মোহাম্মদ ইসলামের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, মানসিক ভারসাম্যহীন সৈয়দ নুর চুনতি ডাকবাংলো এলাকায় মনচুর আলমের বাড়িতে দরজা ভেঙে ঢুকে পড়ে। এ সময় বাড়িতে থাকা গৃহবধূকে যৌন হয়রানির চেষ্টা করে। গৃহবধূ চিৎকার করলে গ্রামবাসী ছুটে এসে সৈয়দ নুরকে গণপিটুনি দেন। এতে তার মৃত্যু হয়।
খবর পেয়ে বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাকারিয়া রহমান জিকু, লোহাগাড়া থানার ওসি জাকের হোসেন মাহমুদ ও চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ রফিকুল ইসলাম জামান।
জাকারিয়া রহমান জানান, ঘটনাস্থল থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
Leave a Reply