শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৫৪ পূর্বাহ্ন
আরিফ হোসেন।। বরিালের বাবুগঞ্জের বিভিন্ন ইউনিয়নে চীন ফেরতসহ বিভিন্ন দেশ থেকে আসা প্রবাসিরা হোম কোয়রেন্টাইনে না থেকে বাহিরে ঘোড়া ফেরা করার খবর পাওয়া গেছে। এমন খবরে উদ্যেগ প্রকাশ করেছেন সচেতন মহল। বুধবার রাতে বিদেশ ফেরতদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিতের লক্ষে ও নভেল করোনা ভাইরাস রোধে ইউনিয়ন পরিষদগুলোয় গিয়ে গিয়ে চেয়ারম্যান,মেম্বার ও চৌকিদারদের সাথে জরুরি সভা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান খান। এসময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান খান জনপ্রতিনিধি ও চৌকিদারদের উদ্দেশ্যে বলেন, যারযার এলাকায় সাম্প্রতিক বিদেশ ফেরত প্রবাসি রয়েছেন তাদের তালিকা করতে হবে। তাদের ১৪দিন পর্যন্ত হোম কোয়ারেন্টাইন নিশ্চত করতে হবে। সর্বদা নজড়দারিতে রাখতে হবে। কোন বিদেশ ফেরত ব্যক্তি সরকারি নির্দেশনা না মানলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জেল জরিমানা করা হবে।
সচেতনতা মূলক প্রচারনা অব্যাহত রেখে নিজেদেরকে বিপদ থেকে রক্ষা করতে হবে। করোনা ভাইরাস সংক্রান্ত যে কোন প্রয়োজনে উপজেলা পর্যায়ের হট লাইন ০১৭৩০৩২৪৪০৯,০১৭৪৯০৩৯০৫৫ নম্বওে ফোন করতে পারবেন। এব্যপারে সর্বদা উপজেলা প্রশাসন জনগনের পাশে থাকবে বলে তিনি জানান।
Leave a Reply