বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৬:৫২ অপরাহ্ন
বাবুগঞ্জ প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জে বর্নিল আয়োজনের মধ্যদিয়ে জাতীয় দৈনিক যায়যায় দিন পত্রিকার ১৪ তম প্রতিষ্ঠা বার্ষিকি পালিত হয়েছে। সোমবার ১৫ জুলাই পত্রিকাটির ১৪ বছরে পর্দাপন উপলক্ষে উপজেলা চত্তরে বর্ণাঢ্য শোভাযাত্রা, কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়। উপজেলা চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলের নেতৃত্বে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় সামনে হতে এক বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
এর আগে উপজেলা পরিষদের হল রুমে কেক কাটা ও আলোচনা সভায় জাতীয় দৈনিক যায়যায় দিন পত্রিকার বাবুগঞ্জ সংবাদদাতা আরিফ হোসেন’র সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা বিনতে ওহাব, চাঁদপাশা ইউপি চেয়ারম্যান আনিচুর রহমান সবুজ, মাধবপাশা ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদিন, দেহেরগতি ইউপি চেয়ারম্যান মশিউর রহমান, কেদারপুর ইউপি চেয়ারম্যান নুরে আলম, সিনিয়র মৎস্যকর্মকর্তা জয়ন্ত কুমার অপু,
নির্বাচন অফিসার মোস্তফা কামাল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুর রহমান, যুবলীগের সাধারন সস্পাদক মাসুদ করিম লাভু, বাবুগঞ্জ প্রেসক্লাব সভাপতি জহিরুল হাসান অরুন, সহসভাপতি আক্তার হোসেন খোকা, বিমানবন্দর প্রেসক্লাবের সভাপতি আরিফ আহম্মেদ মুন্না(সমকাল), বাবুগঞ্জ প্রেসক্লাবের সাধারন সস্পাদক এ্যাডঃ শফিকুল ইসলাম, যুগ্ন-সস্পাদক আবদুল্লাহ আল মামুন, স্াংবাদিক আরিফুর রহমান,রুবেল সরদার,পত্রিকা এজেন্ট শুলতান আহম্মেদ প্রমূখ।বক্তারা এসময় দেশ উন্নয়নে পত্রিকাটির ভূমিকা তুলে ধরে উজ্জল ভবিষ্যৎ কামনা করেন।
Leave a Reply