শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১০:২০ অপরাহ্ন
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর উপ কমিটির সাবেক সহ-সম্পাদক ও বাংলাদেশ মহিলা ক্রিড়া সংস্থার সহ-সভাপতি অ্যাডভোকেট সৈয়দা রুবিনা আক্তার মীরা বানারীপাড়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।
রবিবার সন্ধ্যায় বানারীপাড়া পাবলিক লাইব্রেরী মিলনায়তনে প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অ্যাডভোকেট সৈয়দা রুবিনা আক্তার মীরা বলেন, মানবতার মা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের চলমান উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখতে আবারও আওয়ামী লীগকে ভোট বিপ্লবের মাধ্যমে ক্ষমতায় আনতে হবে। তিনি বলেন আমি যদি মনোনয়ন নাও পাই, সেক্ষেত্রে জননেত্রী শেখ হাসিনা এ আসনে যাকেই মনোনয়ন দেবেন এলাকার উন্নয়ন ও দেশ এবং দলের স্বার্থে তার পক্ষেই অকৃপনভাবে কাজ করবো।
প্রেসক্লাবের সহ-সভাপতি কে এম শফিকুল আলম জুয়েলের সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট সৈয়দা রুবিনা আক্তার মীরার স্বামী বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি ও ঢাকা বিশ^বিদ্যালয়ের সার্জেন্ট জহুরুল হক হলের সাবেক জিএস মোশারেফ হোসেন রাজা,প্রেসক্লাবের সাবেক সভাপতি এসএম গোলাম মাহমুদ রিপন,সম্পাদক কাওসার হোসেন,সাবেক সম্পাদক সাইদুল ইসলাম,সহ-সভাপতি সুজন মোল্লা,জাকির হোসেন,আনিসুর রহমান মিলন,রেজাউল ইসলাম বেল্লাল ও ইলিয়াস শেখ,যুগ্ম-সম্পাদক মোঘল সুমন শাফকাত ও শফিক শাহিন,সাংগঠনিক সম্পাদক জাহিন খালাসী,কোষাধ্যক্ষ প্রভাষক মামুন আহমেদ,সহ-সাংগঠনিক সম্পাদক মাইদুল ইসলাম শফিক,সহ-দপ্তর সম্পাদক আহম্মেদ রনি প্রমুখ।
Leave a Reply