শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১০:৪৯ অপরাহ্ন
সুমন খান বরিশাল বানারীপাড়া প্রতিনিধিঃ
বানারীপাড়ায় উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির কমিটি গঠন করা হয়েছে। বুধবার সকাল ১০টায় উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে শিক্ষকদের বার্ষিক সমাবেশ, অবসরপ্রাপ্তদের বিদায় এবং চলতি দায়িত্বপ্রাপ্ত নবাগত প্রধান শিক্ষকদের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে সর্ব সম্মতিক্রমে মো. মুজিবুর রহমান বাবুলকে সভাপতি ও মোঃজাহিদ হোসেনকে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্য বিশিষ্ট উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির কমিটি গঠন করা হয়।এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থাণীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তালুকদার মোঃইউনুস।
উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সাকিল আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শরিফুল ইসলাম, জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও বানারীপাড়া পৌরসভার মেয়র এ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল,উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লা,সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা,বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা মো. আবুল বাশার,উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন মানিক, প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি মো. আতিকুর রহমান,সম্পাদক আবুল কাসেম,উপজেলা শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ,ওসি মো. খলিলুর রহমান,বরিশাল জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান শাহিন প্রমূখ।
এদিকে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নব নির্বাচিত নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন স্থাণীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তালুকদার মো.ইউনুস,উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ গোলাম ফারুক,পৌরসভার মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল,উপজেলা ভাইস চেয়ারম্যান শরীফ উদ্দিন আহমদ কিসলু,বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন,সহ-সভাপতি সুজন মোল্লা ও সম্পাদক কাওসার হোসেন সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপচ্ছিত ছিলেন।
Leave a Reply