বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৩:৩২ অপরাহ্ন
মো. সুজন মোল্লা,বানারীপাড়া॥ বরিশালের বানারীপাড়ায় শহীদ শেখ রাসেলের ৫৮তম জন্মদিন উদযাপিত করা হয়েছে। সোমবার (১৮অক্টোবর) সন্ধ্যায় দলীয় কার্যালয়ে পবিত্র কোরআন তেলওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সুচনা করা হয়।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের জন্মদিনে “তোমাকে হারিয়ে নির্বাক আমরা” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন, বরিশাল জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও বানারীপাড়া পৌরসভার মেয়র এডভোকেট সুভাষ চন্দ্র শীল।
পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডুর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেণ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সলিয়াবাকপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মজিবুর রহমান, কার্যনির্বাহী কমিটির সদস্য ডা. খোরশেদ আলম সেলিম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান যুবআইকন মো. নুরুল হুদা, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও বিজ্ঞান বিষয়ক সম্পাদক মাস্টার রুহুল আমিন, সদস্য অধ্যাপক জাকির হোসেন,
সলিয়াবাকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ফারুকুজ্জামান ও বাইশারীর লুৎফর রহমান পারভেজ, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. করিম হোসেন মাল, ৪নং ওয়ার্ডের কাউন্সিলর গৌতম সমদ্দার, উপজেলা কৃষক লীগের আহবায়ক কামাল আহম্মেদ বিপ্লব,উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহবায়ক মুনকাকিম লস্কর কায়েস, সুমম রায় সুমন, ছাত্রলীগের সহ-সভাপতি মোমিনুল কবির মিঠুন, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজল চৌধুরী, ছাত্রলীগ নেতা ফজলে রাব্বি ও উপজেলা জাতীয় শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সভাপতি আবুলবাশার বাদশা, সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মোল্লা,
পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শিক্ষক হায়দার আলীর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইতিহাসবিদ ও কবি রুহুল আমিন, উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম জুয়েল হোসেন, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মো. রহিম হোসে মাল, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কামরুল ইসলাম সেলিম, আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান বাবু বালী,
ঢাকা উত্তর ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক সাইফুল ইসলাম, ছাত্রলীগ মনির হোসেন, কর্নেল, মিরাজ মোল্লা, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির সনেট প্রমূখ। এছাড়াও মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ড আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগ ও কৃষক লীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। পরে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। শেষে কেক কেটে দিবসটি জমকালোভাবে উদযাপন করা হয়।
Leave a Reply