রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৫:২০ অপরাহ্ন
মো. সুজন মোল্লা,বানারীপাড়া,(বরিশাল) প্রতিনিধি: বানারীপাড়ায় মহান আল্লাহতাআলার ঘর মসজিদ সংস্কারে কোন লোক পাচ্ছেন না স্থানীয়রা। উপজেলার উদয়কাঠি ইউনিয়নের তেতলা গ্রামের ( শেরে বাংলা ) বাজারের পশ্চিম পাশে ওই অবহেলিত মসজিদটি প্রতিষ্ঠিত। আজ থেকে ১১ বছর আগে ওই গ্রামের মো. ওয়াজেদ আলী ৫১ শতাংশ জমি মসজিদের মোতয়াল্লির নামে লিখে দেন।
ওয়াজেদ আলীর আশা ছিলো মৃত্যুর পরে তার কবরটি যেন মসজিদের পাশে হয়। হয়েছিলো তাই। মসজিদের নামে সম্পত্তি লিখে দেয়ার অনেক আগেই তিনি ওই স্থানে মসজিদ নির্মাণের জন্য স্থানীয়দের কাছে অনুরোধ করেছিলেন।
সেমতে ওই স্থানে প্রথমে একটি পাঞ্জেগানা মসজিদ প্রতিষ্ঠিত হয়। পরে জামে মসজিদ করার প্রস্তাব ছিলো। জামে মসজিদ করার আগেই ২০০৭ সালের প্রলয়ংকারি সিডরে ওই মসজিদটি লন্ডবন্ড হয়ে যায়। সেই থেকে আজ পর্যন্ত মসজিদটি সংস্কারে কোন ব্যত্তি বা সংস্থা এগিয়ে আসেনি।সরেজমিনে ওই এলাকায় গেলে অনেক স্থানীয়দের সাথে কথা হয় তারা জানান,এলাকার লোকজন অর্থনৈতিক ভাবে স্বাবলম্বি না থাকায় তারা একত্র হয়ে আজ পর্যন্ত মসজিদটি প্রতিষ্ঠিত করতে পারেননি।
উল্লেখ্য যে ব্যক্তি মসজিদের নামে ৫১ শতাংশ জমি দিয়ে গেলেন ওই মসজিদের পাশেই তার কবর ছিলো,সেটিও মসজিদ সংলগ্ন রাস্তার মধ্যে চলে গেছে বলে স্থানীয়রা জানান। এ অবস্থায় মসজিদটি সংস্কারে কোন সংস্থা বা ব্যক্তির এগিয়ে আসার প্রয়োজন বলে মনে করেন তারা।
Leave a Reply