শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৯:৫৪ অপরাহ্ন
ফিরোজ মাহামুদ:
দীর্ঘদিন যাবত দলীয় কার্যক্রমে সম্পৃক্ত না থাকা এবং দলের শৃঙ্খলা বিরোধী বিভিন্ন অপকর্মে লিপ্ত থাকায় বাকেরগঞ্জ উপজেলার ৩নং দাঁড়িয়াল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নাছির খলিফাকে বহিস্কার করা হয়েছে। গতকাল রোববার বাকেরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সাবেক এমপি আবুল হোসেন খান ও সাধারণ সম্পাদক নাছির হাওলাদারের অনুমতিক্রমে ইউনিয়ন সভাপতি মাসুদ হাওলাদারের বরিশালস্থ অফিসে এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
ইউনিয়নের ৯ ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকরা তার বিরুদ্ধে অনাস্থা জানালে জরুরী সভার মাধ্যমে তাকে বহিস্কার করে ওই সভায়ই সাধারণ সম্পাদক পদের জন্য কণ্ঠভোট অনুষ্ঠিত হয়।
সভায় সকল নেতৃবৃন্দের উপস্থিতিতে আশরাফ রাজা সাধারন সম্পাদক পদে বিনাপ্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন। নতুন সাধারণ সম্পাদক দলের সকল সময়ের রাজপথের পরিক্ষিত সৈনিক বলেও জানিয়েছেন ইউনিয়ন বিএনপির সভাপতি ইসতিয়াক আহমেদ মাসুদ হাওলাদার।
Leave a Reply