শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১০:৩৫ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল :
বাকেরগঞ্জ উপজেলার কাটাদিয়া খেয়াঘাট পারাপার নিয়ে জনমনে চরম অসন্তোষ দেখা দিয়েছে। ঘাটের ইজারাদার আঃ রাজ্জাক হাওলাদারের খামখেয়ালীপনার কাছে সাধারণ মানুষ অসহায়। খেয়া পারাপারের জন্য মাত্র একটি ট্রলার রেখে তাতেও অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। অতিরিক্ত ভাড়ার বিষয়ে প্রশ্ন অশোভন আচরণ করা হচ্ছে বয়োবৃদ্ধদের সাথেও।
স্থানীয় সূত্র জানায়, ঐতিহ্যবাহী কাটাদিয়া বাজার সংলগ্ন রাঙ্গামাটি নদীতে এই খেয়াটি প্রায় শত বছর আগের। খেয়ার দূরত্ব কম হওয়ায় মাত্র 5/6 মিনিট লাগে পার হতে। পূর্বে কয়েকটি নৌকা সার্বক্ষণিক দুই পারেই অবস্থান করতো। কিন্তু আঃ রাজ্জাক খেয়াঘাট ইজারা নেওয়ার পর শুরু করেন নৈরাজ্য। নৌকার মাঝিদের পেটে লাথি মেরে তাদের সরিয়ে সেখানে মাত্র একটি ট্রলারে যাত্রী পারাপারের ব্যবস্থা করেন। ফলে শুরু হয় বহুমুখি সমস্যার।
মাঝিরা হয়ে পড়েছে কর্মহীন, ট্রলার এক পাড়ে থাকলে অপর পাড়ে দীর্ঘ হয় যাত্রীর সংখ্যা, বাড়ানো হয়েছে ভাড়া। চালক তার ইচ্ছে হলে ট্রলার ছাড়ে, না হলে ছাড়ে না। অনেক সময় যাত্রীদের অপেক্ষায় রেখেই চা পানের কথা বলে চলে যায় নিজ কাজে। এদিকে খেয়া পারাপারের একমাত্র ভরসা ট্রলারটি রাত ১০টার পর চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েন মানুষ। বিশেষ করে গুরুতর অসুস্থ রোগীদের উন্নত চিকিৎসার জন্য বরিশালে নিতে চাইলে তাতে বড় বাধা হয়ে দাঁড়ায় কাটাদিয়া খেয়াঘাট।
সস্প্রতি বাকেরগঞ্জের একজন মুক্তিযোদ্ধা এসব স্বেচ্ছাচারিতার বিষয়ে প্রশ্ন করলে ট্রলার চালক ও ইজারাদারের সহযোগীতা তাকে অকথ্য ভাষা ব্যবহারে নাজেহাল করে ছাড়ে।
সার্বিক বিষয়ে জানতে চাইলে ইজারাদার আঃ রাজ্জাক বলেন, টাকা দিয়ে ইাজারা নিয়েছি লোকসানের জন্য নয়। যেভাবে ঘাট চালালে আমার লাভ বেশি হবে সেভাবেই চালাবো।
Leave a Reply