রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৩:০৭ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক॥ বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরাদী গ্রামের বাসিন্দা জাহিদ সিকদার নামে এক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মাদক সংক্রান্ত মামলায় তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ডও দেয়া হয়েছে।রোববার জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক কে এম শহীদ আহম্মেদ এ রায় ঘোষণা করেন।
২০১৩ সালের ৩ ডিসেম্বর দপদপিয়া সেতুর টোল ঘর সংলগ্ন এলাকায় চেকপোস্ট বসায় নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা করলে ৭১ বোতল ফেনসিডিলসহ জাহিদকে আটক করে ডিবি পুলিশের সদস্যরা।
এ ঘটনায় ওই দিনই বরিশাল কোতোয়ালি মডেল থানায় একটি মামলা করেন ডিবির উপপরিদর্শক (এসআই) শাখাওয়াত হোসেন। এরপর ২০১৪ সালের ১১ জানুয়ারি আদালতে অভিযোগপত্র জমা দেন ডিবির পরিদর্শক আবুল কালাম আজাদ।
Leave a Reply