শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৯:৫২ অপরাহ্ন
বাকেরগঞ্জ প্রতিনিধি ॥
বরিশালের বাকেরগঞ্জ উপজেলা মহিলা আওয়ামীলীগের উদ্যোগে এক মানববন্ধনের আয়োজন করা হয়েছে। উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান তহমিনা বেগম মিনুর সভাপতিত্বে ২৯ অক্টোবর (সোমবার) সকাল ১১ টা থেকে ১২ টা পর্যন্ত বরিশাল পটুয়াখালী মহাসড়কে এ মানববন্ধন করা হয়। এসময় উপস্তিত ছিলেন পৌর মহিলা আওমীলীগের সভাপতি মাহফুজা বেগম ভানু, সাধারণ সম্পাদক অঞ্জু দেবনাত, সাংগঠনিক সম্পাদক পাখি, উপজেলা মহিলা সভানেত্রী শিউলী আক্তার, সৈয়দা নাদিরা পারভিন, রঙ্গশ্রী সংরক্ষিত মহিলা ইউপি সদস্য নাজমা বেগম, সাহিদা আক্তার ইরানী, চরাদী মহিলা ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি রীনা মল্লিক, দাড়িয়াল ইউনিয়ান সভাপতি পলি বেগম, নলুয়া ইউনিয়নের সভাপতি রেহেনা বেগম, পাদ্রীশিবপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক সুরাইয়া আক্তার, আসমা আক্তার, লাকী আক্তার প্রমুখ। এছাড়াও অঙ্গসংগঠনের অন্যান্য নেত্রীবৃন্দরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, উপজেলার ৪নং দুধল ইউনিয়ন আওয়ামীলীগ সভানেত্রী শেফালী বেগম (শেফা) কে হত্যা করার উদ্দেশ্যে সন্ত্রাসী কর্তৃক হামলায় গুরুতর জখম করা হয়। এসময় বক্তরা, মামলার আসামীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানায়।
Leave a Reply