বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৮:৩৫ অপরাহ্ন
পটুয়াখালী প্রতিনিধি॥ পটুয়াখালীর কলাপাড়া থানা পুলিশ ও কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনিবুর রহমানের নেতৃত্বে কলাপাড়া পৌর শহরের চিংগড়িয়া এলাকায় একটি বাসা থেকে ৩২৪ কন্টেইনার ভর্তি পাঁচ হাজার ৬১৬ লিটার কেমিক্যাল জব্দ করেছে। বৃহস্পতিবার দুপুরে পুলিশ জব্দ করা কেমিক্যাল থানায় নিয়ে আসে। এসময় এ কেমিক্যালের বিক্রয় প্রতিনিধি মিঠুন সরকারকে(২৮) জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। ভ্যাটসহ যাবতীয় কাগজপত্র যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে পুলিশ জানায়।
কলাপাড়া থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে চিংগড়িয়া এলাকার দুলাল কর্মকারের বাসার একটি কক্ষে কেমিক্যাল মজুদের খবর পেয়ে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে তারা অভিযান চালায়। কেমিক্যাল উৎপাদনকারী বড়াল কোম্পানী এ বাসা ভাড়া নিয়ে এ কেমিক্যাল মজুদ করে। বিল্ডিংয়ের দেয়ালে পলেস্তার করতে এ কেমিক্যাল ব্যবহার হয় বলে তিঁনি জানান। অভিযানে পটুয়াখালী রাজস্ব সহকারী কর্মকর্তা নিয়াজ আহম্মেদের উপস্থিতিতে কাগজপত্র পরীক্ষা করে মজুদ করা কেমিক্যালের বৈধ কাগজপত্র দেখাতে না পারায় তা জব্দ করা হয়। এ সময় কেমিক্যালের বিকয়ে প্রতিনিধি মিঠুন সরকারকে আটক করা হয।
কোম্পানীর সঠিক কাগজ দেখাতে না পারলে এ ঘটনায় মামলা করা হবে বলে ওসি জানান। এছাড়া জব্দ করা কেমিক্যালের কন্টেইনারে কী ধরনের কেমিক্যাল রয়েছে তাও পরীক্ষা করে দেখা হবে। আবাসিক এলাকায় এ বিপুল পরিমান কেমিক্যাল মজুদের খবর ছড়িয়ে পড়লে গোটা এলাকায় তোলপাড় সৃষ্টি হয়। বিষয়টি এলাকাবাসী সঠিক তদন্তের দাবি জানান।
Leave a Reply