শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১০:২০ অপরাহ্ন
বাবুগঞ্জ প্রতিনিধি॥ আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে যুবমৈত্রীর কেন্দ্রীয় সহ-সভাপতি ও বরিশাল বিভাগ উন্নয়ন ফোরামের সাধারন সম্পাদক আতিকুর রহমান আতিক নানামুখি প্রচার প্রচারনায় সরগম করে রেখেছে বরিশাল-৩ আসনের বিভিন্ন এলাকা। শোডাউন, উঠান বৈঠক, গনসংযোগ, ব্যানার-ফ্যাস্টুন ,পোস্টার ও বিলবোর্ড এর মাধ্যমে আসন্ন নির্বাচনে নিজের শক্ত অবস্থানের জানান দিচ্ছেন তিনি।
আড়িয়াল খাঁ নদী দ্বারা বিভক্ত বাবুগঞ্জ ও মুলাদী উপজেলা নিয়ে গঠিত বরিশাল-৩ আসন।উপজেলা দুটির প্রধান প্রধান সড়ক,বাজার ও দোকানে দোকানে গিয়ে যোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার কথা বলছেন তিনি। রবিবার সন্ধায় বাবুগঞ্জের চাঁদপাশা এলাকায় গনসংযোগকালে তিনি বর্তমান সরকারের দেশ ব্যাপি উন্নয়নের কথা তুলে ধরে বলেন,বাবুগঞ্জ-মুলাদীর উন্নয়ন করতে হলে কর্মঠ ও সৎ ব্যক্তিকে ভোট দিয়ে এমপি বানাতে হবে।
Leave a Reply