বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৮:৪৬ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল নগরীতে ইজিবাইক (ব্যাটারি চালিত অটোরিক্সা) চালক হত্যা মামলা আসামি জামাল মাজিকে (৩০) গ্রেফতার করেছে এয়ারপোর্ট থানা পুলিশ। জামাল কাশিপুর ইছাকাঠী এলাকার লতিফ মাঝির ছেলে।
শনিবার (৯ মে) রাত দশটার দিকে কাশিপুর ইছাকাঠী ভাড়া বাসা থেকে গ্রেফতার করা হয়। কাশিপুর ইছাকাঠী প্রধান সড়কে পরিবারসহ ২৯ নং ওয়ার্ডের কর্নেল নুর হোসেন বাবুর বাড়ির কেয়ারটেকার জামাল। সে ভোলা জেলার শশীভুষন থানার করিমপুর গ্রামের ১ নং ওয়ার্ডের বাসিন্দা।
আজ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি দেয় জামাল মাঝি । বিষয়টি নিশ্চিত করেছেন এয়ারপোর্ট থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মোস্তাফিজুর রহমান।
ঘটনার পরের দিন নিহত জাকির গাজীর ভাই আমির হোসেন শুক্রবার ( ৯ মে) এয়ারপোর্ট থানায় তিনজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। যার নং ৫।
উল্লেখ, যাত্রী তোলাকে কেন্দ্র করে নথুল্লাবাদ কেন্দ্রীয় বাসটার্মিনালে ইজিবাইক (ব্যাটারি চালিত অটোরিক্সা) চালক জামাল হামলা চালায় জাকির গাজীর উপরে । শুক্রবার (০৮ মে) দুই দফায় এই হামলার ঘটনায় আহত ইজিবাইক চালক মো. জাকির গাজী (৩২) কে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। নিহত জাকির গাজী এয়ারপোর্ট থানাধীন রামপট্টি এলাকার বাসিন্দা সোমেদ গাজীর ছেলে।
Leave a Reply