বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ১২:০১ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার: বরিশাল নগরের নতুল্লাবাদ কেন্দ্রীয় বাসস্ট্যান্ড থেকে দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।তবে আভ্যন্তরীন রুটের বাস চলাচল স্বাভাবিক রয়েছে।আজ (০৩ আগষ্ট) সকাল সাড়ে ১০ টায় বিষয়টি নিশ্চিত করেছেন জেলা বাস মালিক গ্রুপের সভাপতি আফতাব হোসেন।
তিনি জানান, সকাল থেকে মাদারীপুর বাস মালিক সমিতি ঢাকা-বরিশাল মহাসড়ক দিয়ে কোন বাস চলাচল করতে দিচ্ছে না। তাই এখন বরিশালে যেমন ঢাকা, যশোর, রাজশাহীসহ দূরপাল্লার কোন বাস আসতে পারছে না, বরিশাল থেকে কোন বাস ওইসব রুটে যেতে পারছে না।তাই দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে, তবে আমাদের আভ্যন্তরীন রুটের বাস চলাচল স্বাভাবিক রয়েছে।
এদিকে ধর্মঘটের কারনে বিভাগের পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা ও ঝালকাঠি থেকেও দূরপাল্লার বাস বরিশাল হয়ে ঢাকায় যেতে পারছে না। তেমনি ঢাকা থেকে ওইসব জেলায় ও কোন বাস যাচ্ছে না।এদিকে দূরাল্লার বাস চলাচল বন্ধ থাকায় যাত্রীরা পড়েছেন কিছুটা বিপাকে। বিশেষ করে বরিশালে থেকে যে সব জেলায় যোগাযোগের একমাত্র মাধ্যম সড়ক পথ তারা পড়েছেন বেশি বিপাকে। যশোর, বেনাপোল, রাজশাহী, পাবনার যাত্রীরা রয়েছেন এরমধ্যে।
Leave a Reply