শনিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৫১ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি॥ বেতন-ভাতা বাড়ানোর দাবিতে বরিশাল নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে দূরপল্লা রুটের কাউন্টার শ্রমিক-কর্মচারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরুর ৫ ঘণ্টার মধ্যে তাদের দাবি মেনে নিয়েছে স্ব-স্ব কর্তৃপক্ষ। দাবি আদায়ে পূর্ব ঘোষণা অনুযায়ী বুধবার সকাল ৬টায় নগরীর নথুল্লাবাদ কেন্দ্রিয় বাস টার্মিনালে ৩ শতাধিক শ্রমিক-কর্মচারী কর্মবিরতি শুরুর ৫ ঘণ্টা পর তাদের দাবি মেনে নেয় স্ব-স্ব পরিবহন কোম্পানিগুলো। বেলা ১১টার দিকে দাবি মেনে নেয়ার প্রতিশ্রুতি পাওয়ার পর কর্মবিরতি প্রত্যাহার করে নেন তারা। এরপর দূরপাল্লার সকল পরিবহন কোম্পানির বাস চলাচল স্বাভাবিক হয়।
সৌদিয়া পরিবহনের বরিশাল কাউন্টার ম্যানেজার ইমাম হোসেন জানান, বর্তমান বাজারে একজন দিনমজুরের বেতন সর্বনিম্ন ৫শ’ টাকা। কিন্তু বরিশালের কাউন্টার শ্রমিক-কর্মচারিদের দৈনিক বেতন মাত্র ১৬০ থেকে ১৮০ টাকা। শ্রমিকরা তাদের বেতন বাড়ানোর জন্য মালিকদের কাছে বিভিন্ন সময় আবেদন-নিবেদন করলেও তাদের বেতন বাড়ানো হয়নি।তাই বাধ্য হয়ে শ্রমিক-কর্মচারিরা বুধবার সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করে।
শ্রমিকদের কর্মবিরতিতে সমর্থন দেয় জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন। কর্মবিরতির ফলে দূরপাল্লার বাস চলাচল বন্ধ হয়ে গেলে টনক নড়ে স্ব-স্ব কর্তৃপক্ষের। কর্মসূচি শুরুর ৫ ঘণ্টার মধ্যে সকল পরিবহন কোম্পানিগুলো শ্রমিকদের দাবি মেনে নিলেও তারা কর্মবিরতি প্রত্যাহার করেন।
Leave a Reply