সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০২:২৬ অপরাহ্ন
গৌরনদী প্রতিনিধি॥ মহাসড়কের পাশের জঙ্গল থেকে অচেতন অবস্থায় মুখ, হাত-পা বাঁধা এক যুবককে উদ্ধার করেছে মডেল থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।
সোমবার (২৯ মার্চ) দুপুরে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার তাঁরাকুপি পল্লী বিদ্যুৎ উপ-কেন্দ্র সংলগ্ন জঙ্গলের মধ্য থেকে ইজি বাইক চালক এনামূল মৃধাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গৌরনদী মডেল থানার এসআই শাহজাহান জানান, উপজেলার শাহাজিরা গ্রামের করিম মৃধার পুত্র এনামূল মৃধা ইজিবাইক নিয়ে ওই দিন সকালে নিজ বাড়ি থেকে বের হয়। দুপুরে খবর পেয়ে মহাড়কের পাশেল জঙ্গল থেকে এনামূলকে উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে যাত্রীবেশী ছিনতাইকারী চক্র চালককে অচেতন করে মুখ ও হাত-পা বেধে সড়কের পাশে ফেলে দিয়ে ইজিবাইক ছিনতাই করে।
Leave a Reply