বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ১১:২৪ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল-১ আসনের সাবেক সংসদ সদস্য বিএনপি নেতা জহির উদ্দিন স্বপনে বাড়িতে হামলার অভিযোগ উঠেছে সরকার দলীয়দের বিরুদ্ধে। রোববার গৌরনদী উপজেলার ভাটিখানার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। এসময় অন্তত ১০জন গুরুতর আহত হয়েছেন।
জহির উদ্দিন স্বপন বলেন, আমার বাড়িতে দলীয় নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় সভা করছিলাম। ঠিক তখনই কিছু লোকজন অতর্কিত হামলা চালায় তাতে আমিসহ অন্তত ১০ জন আহত হয়েছি। হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
হামলার ঘটনাস্থল থেকে মহানগর বিএনপির সিনিয়র নেতা অ্যাডভোকেট আলী হায়দার বাবুল ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম শাহীন বলেন, নিজেদের বাসাবাড়িতে বিএনপি নেতাকর্মিরা এখন নিরাপদ নয়, যার বাস্তব প্রমাণ আজকের এই হামলার ঘটনা। তারা অবিলম্বে হামলাকারী সরকার দলীয়েদের শাস্তির দাবি জানান।
হামলার বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানার ওসি (তদন্ত) মো. সগির বলেন, আমরা হামলার খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। তবে হামলাকারী কাউকে ঘটনাস্থলে পাইনি। হামলার ঘটনায় থানায় অভিযোগ দিলে আমরা তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নিবো।
Leave a Reply