সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ১২:২৪ পূর্বাহ্ন
উজিরপুর প্রতিনিধি॥ বরিশালের উজিরপুরে এক প্রবাসীর বিরুদ্ধে পৌরসভার অনুমোদন না নিয়ে ও সরকারি খাল দখল করে বহুতল ভবন নির্মাণ করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই প্রবাসীকে পৌর কর্তৃপক্ষ কারণ দর্শানোর নোটিশ দিয়েছে।
জানা গেছে, উপজেলার দক্ষিণ মাদার্শী গ্রামের হাকিম খলিফার ছেলে প্রবাসী মো. শাহিন খলিফা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের উপজেলা পরিষদের পেছনে জনগুরুত্বপূর্ণ সরকারি খাল দখল করে চারতলা পাকা ভবন নির্মাণ করছেন। এ অভিযোগ পেয়ে পৌরসভার সহকারী প্রকৌশলী মো. নিয়াজুর রহমান গত ১ মার্চ পৌরসভার অনুমোদন ছাড়া পাকা ভবন নির্মাণ কাজ বন্ধ রাখার জন্য তাকে নোটিশ প্রদান করেন।
এ ছাড়া একই স্থানে উপজেলার উত্তর লস্করপুর গ্রামের মৃত গয়জদ্দিন ডাকুয়ার ছেলে আবু বক্কর সিদ্দিক সরকারি খাল ভরাট করে নির্মাণ কাজের প্রস্তুতি নেওয়ায় পৌর কর্তৃপক্ষ একই দিন তাঁকেও কারণ দর্শানোর নোটিশ দিয়েছে।
শাহিন খলিফা প্রবাসে থাকায় এ অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে আবু বক্কর সিদ্দিক বলেন, সরকারি খালের কোনো ক্ষতি হলে পাইলিংকৃত স্থান ভেঙে দেওয়া হবে।
উজিরপুর পৌরসভার সহকারী প্রকৌশলী নিয়াজুর রহমান বলেন, ‘পৌরসভার অনুমোদন ছাড়া বহুতল ভবন নির্মাণ পৌরসভা আইন ২০০৯ এর দ্বিতীয় তফসিলের ৩৫(১) ধারার পরিপন্থী। এ আইন লঙ্ঘন করায় তাঁদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
উজিরপুর পৌরসভার মেয়র মো. গিয়াস উদ্দিন বেপারী বলেন, ‘পৌরসভার অনুমোদন ছাড়া বহুতল ভবন নির্মাণ এবং সরকারি খাল ভরাট করা সম্পূর্ণ বেআইনি। তাঁদের বিরুদ্ধে এর মধ্যে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে। যথাযথ জবাব না পেলে পৌর আইন মোতাবেক তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply