বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৭:৪৫ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ শ্রমিক ছাঁটাই, নির্যাতন বন্ধ এবং বেকার শ্রমিকদের কাজ দেয়া, শ্রমিক-কর্মচারীদের স্কুল কলেজ, বিশ্ববিদ্যালয়ে পড়–য়া ছেলে-মেয়েদের বেতন, সেশন ফি, ভর্তি ফি মওকুফ, সকল শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পূর্বে ছাত্র-ছাত্রীদের করোনার টিকা প্রদানসহ ১৫ দফা দাবিতে মানববন্ধন বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বেলা এগারোটায় বরিশাল ট্রেড ইউনিয়ন কেন্দ্র, জাতীয় নারী শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র, জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন, মহানগর দোকান কর্মচারী ইউনিয়নসহ নয়টি শ্রমিক ইউনিয়নের যৌথ উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়।
নগরীর সদর রোডে ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালীন সময় অনুষ্ঠি সমাবেশে স্বপন দত্তের সভাপতিত্বে বক্তব্য রাখেন মহানগর গণফোরাম সভাপতি এ্যাডভোকেট হিরন কুমার দাশ মিঠু, ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি এ্যাডভোকেট একে আজাদ, নৌযান শ্রমিক ফেডারেশনের জেলা সভাপতি মাস্টার আবুল হাসেম, শ্রমিক নেতা আখতার হোসেন প্রমুখ। শেষে শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা নগরীতে দাবি আদায়ের লক্ষ্যে লাল পতাকা নিয়ে বিক্ষোভ মিছিল করেন।
Leave a Reply