রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০২:২৭ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার:বরিশাল নগরীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কলেজ ছাত্রকে পিটিয়েছে এক মাদক ব্যবসায়ী।গত শনিবার সন্ধা সোয়া ছয়টার সময় কাশিপুর ইছাকাঠী প্রধান সড়কে এঘটনা ঘটে।আহত কলেজ ছাত্র সবুজ হাওলাদার ইনফ্রা পলিটেকনিক কলেজের প্রথম বর্ষের ছাত্র। জানা যায়, ইছাকাঠী প্রধান সড়কে সবুজের বন্ধু নিলদের বাসার সামনে ব্যাটমিল্টন খেলা ছিলো, এসময় একই এলাকার মাদক ব্যবসায়ী মিযান তার হাতের ব্যাটটি চায়। কিন্তু ব্যাট না দেয়ায় মিযান ক্ষিপ্ত হয়ে সবুজকে বাশেঁর একটি লাঠি দিয়ে মাথায় আঘাত করে ,এতে সবুজ মাটিতে লুটিয়ে পরে এবং ডাকচিৎকার দেয়।তার ডাকচিৎকার শুনে স্থানীয় নিলয়,দেলোয়ার সহ বেশ কয়েক জন দ্রুত তাকে বরিশাল শেবাচিমে ভর্তি করেন। সবুজের অবস্থা আশংকা জনক হওয়ার কারনে চিকিৎসক তাকে ঢাকায় প্রেরন করেন।
এদিকে ঘটনার পরের দিন থানা পুলিশ বিষয়টি জানতে পেরে এয়ারপোর্ট থানার ওসি আবদুর রহমান মুকুল উভয় পক্ষকে ডেকে ৬ জনকে রাতভর জিগাসা করেন। আহত পরিবারের কোন অভিযোগ না থাকায় কাউকে আটক দেখাতে পারেনি পুলিশ।অন্য দিকে আহতের পরিবার , সাবেক এক ইউপি সদস্য ও ওয়ার্ড জনপ্রতিনিধির মাধ্যেমে একটি আপোষ মিমাংসার কাগজ দেখিয়ে তাদের থানা থেকে নিয়ে আসা হয়।স্থানীয় প্রত্যক্ষদর্শী জানান,মিযান দীর্ঘদীন যাবত এলাকায় ইয়াবা বিক্রি করে আসছে, তার ভয়ে কেউ প্রতিবাদ করছে না। নাম প্রকাশে অনিচ্ছুক, সাবেক এক ইউপি সদস্য জানান,মিজানের বাবা কবিরকে বহুবার বলা হয়েছে এবং মিজানকে একাধিকবার সতর্ক করা হয়েছে। মিজান কথাকে অমান্য করে এ ব্যবসা চালিয়ে যাচ্ছে।ক্ষমতাশীন দলের আ:লীগের এক নেতা জানান,মিজান’র বিরুদ্ধে অভিযোগ অন্তহীন, আমি তার বাবা,মাকে বলছি, তারা তাদের ছেলের ব্যাবস্থা নিবেন বলে জানিয়েছেন।
Leave a Reply