শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৩:৫৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক॥ বরিশাল নগরীর হরিনাফুলিয়া এলাকায় আজ (৮ আগস্ট) ভোররাতে কথিত ‘বন্দুকযুদ্ধে’ মালেক ফকির (৩৫) নামে এক মাদক চোরাকারবারি নিহত হওয়ার কথা জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)।
নিহত মালেক ফকির নগরীর কেডিসি এলাকার এন্তাজ ফকিরের ছেলে। র্যাবের দাবি, তিনি বেশ কয়েকটি মাদক মামলার পলাতক আসামি।
বরিশাল কোতয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলামের ভাষ্য, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোররাতে ওই এলাকায় মাদকবিরোধী অভিযানে যায় র্যাবের একটি দল। র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক চোরাকারবারিরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এসময় র্যাবও পাল্টা গুলি চালায়।
ওসির দাবি, এক পর্যায়ে অন্যরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে মালেকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়।
Leave a Reply