শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১২:৩৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক॥ বরিশাল সদর উপজেলার ১নং রায়পাশা কড়াপুর ইউনিয়নে চেয়ারম্যান হাবিবুর রহমান খোকন ও তার ছেলের উপর একদল সন্ত্রাসী হামলা করেছে। এঘটনায় হামলাকারীদের মধ্যে রাকিব(৩০)নামে একজনকে আটক করেছে এয়ারপোর্ট থানা পুলিশ।এসময় রাকিবের কাছ থেকে ব্যবহৃত একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে ।ঘটনাটি ঘটেছে সদর উপজেলার নবগ্রাম রোড মোল্লার দোকান নামক স্থানে।স্থানীয় সুত্রে জানা যায়,গতকাল রাত সাড়ে আটার সময় ইউনিয়ন পরিষদের কাজ শেষে চেয়ারম্যান ও তার ছেলে বাপ্পি বাড়ি যাওয়ার সময়,সড়কের পাশে ওৎ পেতে থাকা ২০/২৫জন সন্ত্রাসীরা তাদের উপর অর্তকিত হামলা চালায়।
তাদের ডাকচিৎকার শুনে সন্ত্রাসীরা দ্রুত পালিয়ে যায়। স্থানীয়রা ইউপি চেয়ারম্যান ও তার ছেলেকে উদ্ধার করে প্রথমে প্রাথমিক চিকিৎসা দেন পরে বাপ্পি গুরুতর আহত হওয়ায় শেবাচিমে ভর্তি করেন।বর্তমানে বাপ্পি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন বলে জানা গেছে।এদিকে চেয়ারম্যান হাবিবুর রহমান খোকন অভিযোগ করে বলেন, আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে শাহরিয়ার আহমেদ বাবু এই সন্ত্রাসী হামলা চালিয়েছে।
তিনি আরো অভিযোগ করে বলেন,শুধু হামলা নয় আমাকে হত্যা করতে চেয়ে ছিলো বাবু বাহিনী।সন্ত্রাসীদলের মুল নায়ক বাবু তারা আমার ও আমার ছেলের উপর মোটা রড,রামদা,বড় বড় দা, নিয়ে হামলা চালায়।এবিষয় এয়ারপোর্ট থানায় হত্যা চেষ্ঠার মামলার প্রস্তুতি চলছে বলে হাবিবুর রহমান খোকন চেয়ারম্যান ।
এবিষয় এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম.মাহবুব-উল-আলম বলেন,ঘটনা শুননেছি,সেখানে পুলিশ গিয়ে একজনকে ধরে নিয়ে আসছে তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
হামলার বিষয়টি শাহরিয়ার আহমেদ বাবুর কাছে জানতে চাইলে,তিনি বলেন,হে যেসব কথা বলছে তা মনগড়া কথা।বর্তমান চেয়াম্যান হইলো ফটকা,নারীলোভী,আমার চেয়ে আপনেরাই ভালো জানেন।
Leave a Reply