সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০২:১২ পূর্বাহ্ন
বরিশাল প্রতিনিধি ॥ বরিশালে রাতের আধাঁরে দুর্বৃত্তদের দেয়া আগুনে বসতঘর ও গবাদিপশু পুড়ে ছাইয়ে পরিনত হয়েছে। সদর উপজেলার কাশিপুর ইউনিয়নের কলস গ্রামে মঙ্গলবার দিবাগত রাত ২টা থেকে আড়াইটার দিকে ঘটনাটি ঘটে।
পূর্ব শত্রুতার জেরে দুর্বৃত্তরা ঘটনাটি ঘটিয়েছে বলে অভিযোগ করেছেন আগুনে পুড়ে ভূস্মিভূত ঘরের মালিক মৃত আব্দুল ওহাব এর ছেলে মোঃ শাহাব উদ্দিন । ঘটনাস্থল পরিদর্শন করেছে এয়ারপোর্ট থানা পুলিশ। অগ্নিকান্ডের ঘটনা শুনে রাতেই কাশিপুর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রনে আনে।
ফায়ার স্টেশন ইনচার্জ রেদোয়ান বলেন, অগ্নিকান্ডে প্রায় ৩লক্ষ ৫০ হাজার টাকা ক্ষতি হয়েছে। অগ্নিকান্ডে ১টি গরু ও ১০টির মত মুরগী পুড়ে মারা গেছে। ভুক্তভোগী পরিবার জানায়, রাতে বাহির থেকে দরজা বন্ধ করে আগুন ধরিয়ে দেয় দূর্বৃত্তরা। কোন রকম ঘরের সবাই প্রানে বেঁচে গেলেও টাকা-পয়সা,প্রয়জনীয় কাগজপত্র কিছুই উদ্ধার করা সম্ভব হয়নি। এয়ারপোর্ট থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন তারা।
Leave a Reply