বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১২:৪৯ পূর্বাহ্ন
থানা প্রতিনিধি॥ করোনা ভাইরাস প্রার্দুভাবে উপার্জন না থাকায় বরিশাল সদর উপজেলার রায়পাশা-কড়াপুর ইউনিয়নের কর্মহীন মানুষ ত্রাণ-সহায়তা না পেয়ে রাস্তায় জড়ো হয়ে জানান দিয়েছেন তাদের অসহায়ত্বের কথা। পাশাপাশি দ্রুত ত্রাণ-সহায়তারও দাবি করেছেন তারা।
আজ সোমবার (১৩ এপ্রিল) সকালের দিকে উপজেলাটির রায়পাশা-কড়াপুর ইউনিয়নের ত্রাণ সহায়তা না পাওয়ায় কিছু সংখ্যক মানুষ জড়ো হন শোলনা বাজার সংলগ্ন এলাকায়। তারা রাস্তায় দাঁড়িয়ে নিজেদের কর্মহীন অবস্থা, রোজগার না থাকাসহ বর্তমান পরিস্থিতিতে অসহায়ত্বের কথা জানান গণমাধ্যমকর্মীদের কাছে। একই সঙ্গে যেসব কর্মহীন ব্যক্তিরা ত্রাণ পাননি দ্রুত তাদের খাদ্যসামগ্রী দেওয়ার দাবি জানান।
এ সময় তারা অভিযোগ করেন এলাকায় কিছু মানুষকে সকালে ত্রাণ দেওয়া হলেও বণ্টনকারীরা তাদের নিজস্ব লোকজনদের সেসব দিয়েছেন। এদিকে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাবিবুর রহমান খোকন ভয়েস অব বরিশালকে বলেন, যদিও বরাদ্দ কম থাকায় এ মুহুর্তে সবাইকে ত্রাণ দেওয়া যায়নি।
তিনি জানান, রায়পাশা-কড়াপুর ইউপিতে এ পর্যন্ত সংসদ সদস্যের (এমপি) কাছ থেকে ১৫০ ও উপজেলা চেয়ারম্যানের কাছ থেকে ৮০ ব্যাগ ত্রাণ পেয়ে তা বিতরণ করা হয়েছে। তাই ইউনিয়নটিতে দুই হাজারের অধিক পরিবার ত্রাণ পাওয়ার যোগ্য। এ অবস্থায় সবাইকে ত্রাণ দেওয়া যায়নি।
এ ব্যাপারে বরিশালের জেলা প্রশাসক (ডিসি) এস এম অজিয়র রহমান ভয়েস অব বরিশালকে বলেন, প্রচুর ত্রাণ রয়েছে যারা ত্রাণ পাওয়ার যোগ্য তাদের সবাইকে পর্যায়ক্রমে ত্রাণ দেওয়া হবে। তবে ত্রাণ নিয়ে কেউ অনাকাঙ্খিত কিছু করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।
রায়পাশা-কড়াপুর ইউনিয়নের মোট লোকসংখ্যা প্রায় ৪০ হাজার। সরকারি ত্রাণের পাশাপাশি ব্যক্তিগত ও ধনাঢ্য ব্যক্তিদের মাধ্যমেও কিছু ত্রাণ বিতরণ হয়। তবে যারা সেই ত্রাণও পাননি তারাই ত্রাণের দাবিতে রাস্তায় নেমেছেন।
Leave a Reply