রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৩:৫১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার:ডিস ব্যবসা নিয়ে বিরোধের জেরধরে হিন্দু পরিবারের ওপর হামলা চালিয়ে বসতঘর ভাংচুর করা হয়েছে। হামলাকারীরা সাবেক এক ইউপি সদস্যসহ তিনজনকে কুপিয়ে জখম করেছে। এ ঘটনায় স্থানীয়রা তিনজনকে আটক করে পুলিশের কাছে সোর্পদ করেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে ও বিকেলে জেলার আগৈলঝাড়া উপজেলার পতিহার ও গৌরনদীর বিল্বগ্রাম বাজারে।
এনিয়ে ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। যেকোন সময় বড়ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছেন এলাকাবাসী। স্থানীয় ও আহত সূত্রে জানা গেছে, ডিস ব্যবসা নিয়ে গত কয়েকদিন থেকে গৌরনদীর দুই গ্রুপ কন্টোল মালিকদের মধ্যে বিরোধ চলে আসছে।
তারই ধারাবাহিকতায় মঙ্গলবার বিকেলে আগৈলঝাড়া উপজেলার পতিহার গ্রামের ডিস ব্যবসায়ী মৃতুঞ্জয় সরকার ও লক্ষণ দে’র বৈধ ডিস লাইন কেটে দেয় গৈলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জামাল গোমস্তা, সাবেক পৌর কাউন্সিলর ফিরোজ রহমান, কামাল গোমস্তা, সুজিত দাসসহ তাদের সহযোগিরা।
এ ঘটনায় বাঁধা দেয়ায় হামলাকারীরা মৃতুঞ্জয় সরকার ও লক্ষণ দে’র উপর হামলা চালিয়ে তাদের বসতঘর ভাংচুর করে। স্থানীয়রা হামলায় গুরুতর আহত মৃতুঞ্জয় সরকার ও লক্ষণ দে’কে উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা হাসপাতালে ভর্তি করে। একইদিন রাতে ওই হামলাকারীরা গৈলা ইউনিয়নের সাবেক সদস্য সাইফুল ইসলাম দরবেশকে বিল্বগ্রাম এলাকায় বসে কুপিয়ে জখম করে। স্থানীয়রা রক্তাক্ত জখম অবস্থায় দরবেশকে উদ্ধার করে প্রথমে গৌরনদী উপজেলা হাসপাতালে ও তাৎক্ষনিক মুমূর্ষ অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করেন।
এ ঘটনায় মঙ্গলবার রাতেই ঘটনার সাথে জড়িত হামলাকারী টিুট শিকদার, সুজিত দাস ও সুমন দাসকে আটক করে থানা পুলিশের কাছে সোর্পদ করেছে। গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মোঃ মাহবুবুর রহমান জানান, এ ঘটনায় এখনও থানায় কেউ লিখিত অভিযোগ দায়ের করেননি।
অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply