বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১০:১৫ পূর্বাহ্ন
থানা প্রতিনিধি::বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার জয়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বাসা থেকে ৯৩ বস্তা ভিজিএফের চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।বুধবার (১০ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিপক কুমার রায়ের নেতৃত্বে চালের বস্তাগুলো উদ্ধার করা হয়।কিন্তু এই উদ্ধার অভিযানকালে চেয়ারম্যান মনির হাওলাদারকে বাড়িতে পাওয়া যায়নি বলে জানিয়েছে কাজিরহাট থানা পুলিশ।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিপক কুমার রায় জানিয়েছেন, জেলেদের জন্য দেওয়া সরকারের বিশেষ খাদ্য সহায়তার চাল চেয়ারম্যানের বাসায় মজুত করা হয়েছে এই খবর পেয়ে পুলিশ নিয়ে অভিযান চালানো হয়। এসময় ৯৩ বস্তা চাল পেয়ে সেগুলো নিয়ে আসা হয়েছে।কিন্তু চেয়ারম্যান মনির হাওলার রাজধানীতে অবস্থান করার কারণে তাকে পাওয়া যায়নি। তাছাড়া জেলেদের বরাদ্দের তার বাসায় কিভাবে গেল সেই বিষয়টিও নিশ্চিত হতে পারেনি উপজেলা প্রশাসন।এই বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ইউএনও।
Leave a Reply