সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১০:০২ অপরাহ্ন
ডেস্ক রিপোর্টঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বরিশাল বিভাগের ২১টি নির্বাচনী আসনে প্রাথমিকভাবে প্রার্থী তালিকা চুড়ান্ত করেছে জাতীয় ঐক্যফ্রন্ট। কারাবন্দী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিজস্ব টিমের তিনটা জরিপের ভিত্তিতে তৃনমুল নেতা কর্মীদের মতামতের ভিত্তিতে নির্বাচনী আসনের জনপ্রিয় নেতাদের নিয়ে প্রাথমিকভাবে মনোনায়ন তালিকায় ৫০ জন নেতার মধ্য থেকে ২৮ জনের একটি তালিকা চুড়ান্ত করা হয়েছে। তালিকায় বরিশাল ১ ( গৌরনদী – আগৈলঝারা) আসনে সাবেক এমপি জহির উদ্দিন স্বপন, অধ্যাপক আকন কুদ্দুসুর রহমান, বরিশাল ২ ( উজিরপুর – বানারীপাড়া) সাবেক হুইপ সৈয়দ শহিদুল হক জামাল ও এস সরফুদ্দিন আহমেদ, বরিশাল ৩ ( মুলাদী -বাবুগঞ্জ) আসনে এ্যাড জয়নুল আবেদীন, সাবেক মন্ত্রী সেলিমা রহমান, বরিশাল ৪ ( হিজলা – মেহেন্দীগঞ্জ) আসনে সাবেক এমপি মেজবাহ উদ্দিন ফরহাদ, বরিশাল ৫ ( বরিশাল সদর) আসনে সাবেক এমপি বিলকিস জাহান শিরিন, বরিশাল ৬ ( বাকেরগঞ্জ) আসনে সাবেক এমপি আবুল হোসেন খান, পটুয়াখালী ১ ( সদর) আসনে সাবেক মন্ত্রী এয়ার ভাইস মার্শাল। (অব) আলতাফ হোসেন চৌধুরী, পটুয়াখালী ২ (বাউফল – সদরের আংশিক) আসনে সাবেক এমপি শহিদুল আলম তালুকদার, পটুয়াখালী ৩ ( গলাচিপা – দশমিনা) আসনে সাবেক ছাত্রনেতা হাসান মামুন, শাহজাহান খান পটুয়াখালী ৪ ( কলাপাড়া – রাঙ্গাবালি) আসনে এবি এম মোশারেফ হোসেন, বরগুনা ১ ( সদর – আমতলী – তালতলী) আসনে এ্যাডভোকেট খোন্দকার মাহবুব হোসেন, বরগুনা ২ ( বামনা – পাথরঘাটা) আসনে সাবেক এমপি নুরুল ইসলাম মনি, পিরোজপুর ১ ( সদর – নাজিরপুর – নেছারাবাদ) সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দার ( জাতীয় পার্টি জাফর মহাসচিব) , পিরোজপুর ২ ( ভান্ডারিয়া – কাউখালী – ইন্দুরকানী) মাসুদ সাঈদী / নুরুল ইসলাম মঞ্জুর পুত্র, , পিরোজপুর ৩ ( মঠবাড়িয়া) আসনে কর্নেল ( অব) শাহজাহান মিলন, ঝালকাঠী ১ ( রাজাপুর – কাঠালিয়া )সাবেক এমপি ইসরাত সুলতানা ইলেন ভুট্টো, ঝালকাঠী ২ ( সদর – নলছিটি) সাবেক প্রতিমন্ত্রী ব্যারিস্টার শাজাহান উমর বীর উত্তম, ভোলা ১(সদর) আসনে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বিজেপি চেয়ারম্যান, / গোলাম নবী আলমগীর, বিএনপি ভোলা ২ ( দৌলতখান – বোরহানউদ্দিন) আসনে সাবেক এমপি হাফিজ ইব্রাহীম / তার স্ত্রী মাহরুজা হাফিজ, ভোলা ৩ ( লালমোহন তজুমদ্দিন) আসনে সাবেক মন্ত্রী মেজর (অব) হাফিজ উদ্দিন আহমেদ, ভোলা ৪ ( চরফ্যাশন – মনপুরা) সাবেক এমপি নাজিম উদ্দিন আলম।
Leave a Reply