রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৪:৩৩ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ কীর্তনখোলা নদীর তীরে পরিবারসহ বেড়াতে যান বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।
এ সময় তিনজন তাদের অনুমতি ব্যতীত ভিডিও করে। এ ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় একটি অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক ও কথিত যুবলীগ নেতাসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে তোলা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
শনিবার দিবাগত রাত ১টার দিকে কীর্তনখোলা নদীর তীর থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। তারা হলেন, অনলাইন নিউজ পোর্টাল ‘বরিশাল খবরের’ সম্পাদক মামুনুর রশীদ নোমানী, ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়ন যুবলীগের কথিত সাংগঠনিক সম্পাদক কামরুল মৃধা ও তাদের সহযোগী লাবু গাজী।
কোতোয়ালী মডেল থানার ওসি নুরুল ইসলাম জানান, শনিবার রাতে মেয়র তার স্ত্রী-সন্তানদের নিয়ে কীর্তনখোলা নদীর তীরবর্তী ত্রিশ গোডাউন এলাকায় বেড়াতে যান। এ সময় অভিযুক্তরা অনুমতি ব্যতিত গোপনে তাদের ভিডিও ধারন করেন। বিষয়টি টের পেলে ওই ৩ জন দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে পুলিশ তাদের আটক করে থানায় সোপর্দ করে।
ওসি আরো জানান, ওই রাতে ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শেখ সাইয়েদ আহমেদ মান্না বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে ৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই মামলায় আটককৃতদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়। বিচারক ৩ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
Leave a Reply