শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ১২:০১ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল নগরীর ০৬ নং ওয়ার্ডের হাটখোলা হকার্স মার্কেট এলাকা থেকে এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে এস আই ফিরোজ আলম মুন্সি’র , নেত্বতে এ এস আই,স্বপন কুমার পাল, এ এস আই জামাল হোসেন, সাইফুল ইসলাম,জাকির হোসেন ,সুখেন সিমলাই,হারুণ অর রশিদসহ বুধবার (১৮ মার্চ,) দুপুর ১২ টার দিকে ১ কেজি গাজাসহ মোঃ মামুন হাওলাদার(২৬) নামে এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে বরিশাল মহানগর গোয়েন্দা পুলিশ।
মামুন হাওলাদার নগরীর ৬ নং ওয়ার্ডের হাটখোলা এলাকার শাহজাহান গাজীর বাসার ভাড়াটিয়া সে,মৃত আব্দুল মজিদ হাওলাদারের ছেলে। দীর্ঘদিন যাবত মাদক বিক্রি করে আসছিলো। আজ বুধবার দুপর ১২ টার সময় নগরীর কোতয়ালী মডেল থানাধীন ০৬ নং ওয়ার্ডে নিউ সদরঘাট রোড হাটখোলা হকার্স মার্কেটের সাবু মাঝির গলিতে শাহজাহান গাজী’র মালিকানাধীন টিনসেট আধাপাকা দোতলা ঘরের নিচ তলায় আসামী মামুন হাওলাদারের বসত ঘরের কক্ষের খাটের নিচে কসটেপ পেছানো গাজা উদ্দার করে ডিবি পুলিশ ।
এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।য়ার নং ৬২। মামুন হাওলাদার (২৬),ঝালকাঠী জেলার নলছিটি থানার রাজপাশা গ্রামের ৮ নং ইউনিয়নের মৃত আঃ মজিদ হাওলাদারের পুত্র।
Leave a Reply