সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৩:৪৫ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ করোনা সংক্রামন এড়াতে লঞ্চ-বাসের পর এবার থ্রি হুইলার সহ সব ধরনের যান্ত্রিক যান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে বরিশালে। পায়ে চালিত কিছু সংখ্যক রিক্সা পাওয়া গেলেও ভাড়া দ্বিগুন থেকে চারগুন উঠেছে। এতে বিপাকে পড়েছেন হাজার হাজার মানুষ। তারা পায়ে হেটে দির্ঘ পথ যাত্রা করে গন্তব্যে যাচ্ছেন।
এদিকে সরকার সবাইকে নিজ নিজ বাসায় থাকতে বললেও বুধবার (২৫ মার্চ) অফিস-আদালত, ব্যাংক-বীমা ছিলো খোলা। তাই অফিসের এবং ব্যক্তিগত জরুরী প্রয়োজনে ঝুঁকিয়ে নিয়েই বাইরে বের হয়েছেন সাধারন মানুষ। বরিশালের জেলা প্রশাসক বলছেন, করোনা সংক্রামন এড়াতে সরকার সাধারন মানুষকে নিজ নিজ বাসায় থাকতে বলেছেন। এরপরও অনেক মানুষ অপ্রয়োজনে বাইরে ঘোরাফেরা করছেন। আইন প্রয়োগ করে তাদের ঘরে থাকতে বাধ্য করার কথা বলেন তিনি।
বরিশাল থেকে স্থানীয় এবং দূরপাল্লার লঞ্চ-বাস বন্ধ করে দেয়া হয় গত মঙ্গলবার। তারপরও গতকাল বুধবার ঢাকা থেকে বাসে বরিশাল এসেছেন শত শত যাত্রী। তাদের বরিশাল নগরী থেকে দূরের একটি স্ট্যান্ডে নামিয়ে দেয়া হয়। কিন্তু বাস থেকে নেমে গন্তব্যে যাওয়ার জন্য কোন থ্রি হুইলা, অটোরিক্সা সহ অন্যান্য যানবাহন না পাওয়ায় বিপাকে পড়েন সাধারন যাত্রীরা। পায়ে চালিত কিছু সংখ্যক রিক্সা এবং ভাড়ায় চালিত মোটর সাইকেল থাকলেও ভাড়া দ্বিগুন থেকে চারগুন পর্যন্ত উঠছে। এ কারনে সবার পক্ষে অতিরিক্ত ভাড়া দিয়ে গন্তব্যে যাওয়া সম্ভব হচ্ছে না। তাই দুর্ভোগ সহ্য করে পায়ে হেটে গন্তব্যে যাচ্ছেন সাধারন যাত্রীরা।
বরিশাল মেট্রোপলিটন ট্রাফিক পুলিশের সার্জেন্ট মো. এজাজ বলেন, সরকার সাময়িক সময়ের জন্য গনপরিবহন চলাচল নিষিদ্ধ করেছে। এই নির্দেশ বাস্তবায়নে কাজ করছেন তারা। রোগী এবং অতি জরুরী মানবিক প্রয়োজন ছাড়া কাউকে কোন যানবাহন ব্যবহারের সুযোগ দেয়া হচ্ছে না বলে তিনি জানান।
এদিকে করোনা সংক্রামন এড়াতে সবাইকে নিজ নিজ বাসায় অবস্থান এবং ওষুধ ও মুদী দোকান ছাড়া অন্যান্য দোকান বন্ধের নির্দেশ বরিশালে ঢিলেঢালাভাবে পালিত হচ্ছে। অনেকেই সরকারী নির্দেশ মেনে দোকান বন্ধ রেখেছেন। কেউ কেউ বাসায় অবস্থান করছেন। তারপরও অনেক স্থানে ওষুধ ও মুদী ছাড়া অন্যান্য দোকান খোলা রাখতে দেখা গেছে। অনেক মানুষকে দেখা গেছে রাস্তায়। তবে তারা প্রয়োজনের তাগিদে ঘরের বাইরে বের হওয়ার কথা জানিয়েছেন।
বরিশালের জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান বলেন, সরকার গনপরিবহন ও মার্কেট বন্ধ এবং জনগনকে নিজ নিজ বাসায় থাকার নির্দেশ দিয়েছেন। এই নির্দেশের পরও কিছু মানুষ অপ্রয়োজনে বাইরে ঘোরাফেরা করছেন। প্রয়োজনে তাদের ঘরে থাকতে বাধ্য করা হবে। সরকারের কার্যক্রম বাস্তবায়নে বরিশালে সেনা বাহিনী টহল শুরু করেছে বলে তিনি জানান।
Leave a Reply