বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১০:৩৬ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশালে শের-ই-বাংলা মেডিকেল কলেজে করোনা ভাইরাস পরীক্ষার পলিমারী চেইন রিএ্যাকশন (পিসিআর) মেশিন স্থাপনের কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্ণেল (অব.) জাহিদ ফারুক শামীম।
বুধবার (০১ এপ্রিল) দুপুরে আকস্মিক তিনি এ পরিদর্শনে যান। এসময় তিনি মান বজায় রেখে দ্রুত পিসিআর মেশিন স্থাপন করে করোনা ভাইরসা পরীক্ষার কার্যক্রম শুরু করার জন্য প্রকৌশল বিভাগ ও কলেজ কর্তৃপক্ষকে নির্দেশ দেন।
পরিদর্শন শেষে তিনি বলেন, আগামীকাল রাতের মধ্যে যদি কনস্ট্রাকশনের কাজ অর্থাৎ রিপেয়ারিং যদি শেষ হয়ে যায় তাহলে পরশুদিন থেকে ল্যাবের জন্য কাজ শুরু করতে পারবে। আমি তাদের (প্রকৌশলীদের) একটা টাইম শিডিউইল দিয়েছি, যদিও তাদের চেষ্টা ও আন্তরিকতার শেষ নেই। ইনশআল্লাহ আমরা দ্রুততার সাথে কাজ করার চেষ্টা করছি। আগামী ৩ থেকে ৪ দিনের মধ্যে কমপ্লিট হবে বলে আশা করছি।
এসময় তিনি সাম্প্রতিকসময়ে গুজব ছড়ানোর বিষয়ে বলেন, প্রধানমন্ত্রী বলেছেন গুজবে কান দিয়েন না, গুজব ছড়াবেন না। বাংলাদেশে কিন্তু এখন পর্যন্ত করোনা ভাইরাস মোটামুটিভাবে কন্ট্রোলে রয়েছে। গুজব ছড়ালে সাধারণ মানুষ আতঙ্কিত হবে।
বরিশালবাসী সুরক্ষিত আছে , ভয়ের কোন কারণ নেই। নিজের বাড়িতে থাকুন, নিজের এবং পরিবারের প্রতি খেয়াল রাখেন। আর গুজবকারীকে আইনা-শৃঙ্খলা বাহি নীর হাতে তুলে দিন।
Leave a Reply