শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১১:২৮ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ পবিত্র ঈদুল আযহায় যাতে বরিশাল নগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয় সে জন্য কঠোর অবস্থান নিয়েছে মহানগর গোয়েন্দা ( ডিবি) পুলিশ।
এরই মধ্যে বিশেষ তৎপরতা শুরু করেছেন। যে কোন মূল্যে গোয়েন্দা পুলিশ নগরীর আইন-শৃঙ্খলার স্থিতিশীল অবস্থা ধরে রাখতে বদ্ধপরিকর।
আর একদিন বাদেই খুশীর ঈদ। যদিও করোনা পরিস্থিতিতে অনেক মানুষের মধ্যে শঙ্কা রয়েছে। তারপরও মানুষ নিজ নিজ সামর্থ অনুযায়ী ঈদ উৎযাপনের প্রস্ততি নিচ্ছে।
এবারের ঈদে যাতে নগরীতে কোনো ধরণের ঘটনা না ঘটে।নির্বিঘ্নে যাতে মানুষ পবিত্র ঈদুল আযহা উদাযাপন করতে পারে, তাদের পশু কোরবানী দিতে পারে। সেটা নিশ্চিত করতে মহানগর গোয়েন্দা ( ডিবি) পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
মহানগর গোয়েন্দা ডিবি পুলিশের উপ- পরিদর্শক ( এস আই) অরবিন্দ বিশ্বাস বলেন, বরিশাল নগরীতে মাদক বিক্রেতা ও মাদকসেবীদের তৎপরতা নতুন কিছু নয়। আর ঈদ এলে এই চক্রের তৎপরতা আরো বেড়ে যায়।
পাশাপাশি চুরি-ছিনতাইসহ নাশকতামূলক ঘটনা ঘটারও আশঙ্কা থাকে ঈদে। আসন্ন পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে মাদকসহ সকল প্রকার নাশকতা রোধে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমরা কাজ করে যাচ্ছি।
Leave a Reply