শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১১:৩৮ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশালে আত্মসমর্পন করা ২৭ বাহিনীর ২৮৪ জন জলদস্যুকে আসন্ন ঈদুল আযহা উপলক্ষে ঈদ উপহার দিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব)।
শুক্রবার র্যাবের মহাপরিচালকের (ডিজি) পক্ষ থেকে বরিশাল র্যাব ৮-এর কাছে আত্মসমর্পণকারী এসব জলদস্যুকে এ উপহার তুলে দেওয়া হয়।
র্যাব-৮ এর সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
আত্মসমর্পণকারী এসব জলদস্যুদের মধ্যে বাগেরহাট সদরে ৫৭ জনকে ঈদ উপহার দেওয়া হয়। এসময় র্যাব-৮ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি আতিকা ইসলাম-বিপিএম এবং অপস্ অফিসার (সিনিয়র এএসপি) মুকুর চাকমা উপস্থিত ছিলেন।
র্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও স্কোয়াড কমান্ডার (সিনিয়র এএসপি) মো. ইফতেখারুজ্জমান বাগেরহাটের মংলায় ১৩০ জনকে ঈদ উপহার দেন।
খুলনা ৩৫ জনকে ঈদ উপহার দেন র্যাব-৮ এর ‘ল’ অফিসার এএসপি মো. আদনান মুস্তাফিজ। এছাড়া সাতক্ষীরা সদর ও মুন্সিগঞ্জে ৬২ জনকে ঈদ উপহার দেন র্যাব-৮ এর স্কোয়াড কমান্ডার এএসপি মাহিদুল হাসান।
ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানায় র্যাব।
Leave a Reply