রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৪:৪৬ অপরাহ্ন
থানা প্রতিনিধি:বরিশালের গৌরনদী উপজেলার পিঙ্গলাকাঠী গ্রাম থেকে অপহরণের দুইদিন পর পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলায় প্রধান আসামি বেলাল সরদারকে গ্রেফতার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে গৌরনদী মডেল থানার উপপরিদর্শক (এসআই) তৌহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার (১৩ ফেব্রুয়ারি) রাতে অভিযান চালিয়ে পিঙ্গলাকাঠী গ্রামের মোবারক সরদারের পরিত্যক্ত একটি ঘর থেকে ওই স্কুলছাত্রীকে উদ্ধার ও ধর্ষক বেল্লাল সরদারকে গ্রেফতার করা হয়।ডাক্তারি পরীক্ষার জন্য ওই স্কুলছাত্রীকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। পাশাপাশি গ্রেফতার বেলালকে আদালতে পাঠানো হবে বলেও জানান এসআই তৌহিদুর রহমান।এর আগে সোমবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ওই স্কুলছাত্রীকে বাড়ির পাশ থেকে মুখ চেপে ধরে অপহরণ করে টাইলস মিস্ত্রি বেলাল সরদার। এ ঘটনায় ধর্ষিতার নানা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
Leave a Reply