বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১২:২৯ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ দুর্নীতির মামলায় বরিশাল কেন্দ্রীয় কারাগারে থাকা বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) সাবেক মেয়র আহসান হাবিব কামালকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে কয়েকদিন ধরে তিনি অসুস্থ থাকায় কারা হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন।
মঙ্গলবার (০২ মার্চ) দুপুরে হাসপাতালে ভর্তির বিষয়টি বার্তা২৪.কম-কে নিশ্চিত করেছেন বরিশাল কেন্দ্রীয় কারাগারের সিনিয়র সুপার প্রশান্ত কুমার বণিক।
এসময় তিনি জানান, ভর্তির পর হাসপাতালের আরপি ডা. মানবেন্দ্র সরকার আহসান হাবিব কামালকে দেখে বিভিন্ন ধরনের রক্ত পরীক্ষাসহ বেশকিছু পরীক্ষা দিয়েছেন।
তিনি আরও জানান, আহসান হাবিব কামাল কারাগারে আসার আগে থেকেই ডায়াবেটিস, হাইপার টেনশনসহ নানান রোগে আক্রান্ত ছিলেন। গেল কয়েকদিন ধরে তিনি কারা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। কারা হাসপাতালের চিকিৎসক কিছু পরীক্ষা-নিরীক্ষা এবং বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শের জন্য মঙ্গলবার সকালে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়।
উল্লেখ্য, গত বছরের ৯ নভেম্বর ৪৫ লাখ টাকা আত্মসাতের মামলায় বিসিসির সাবেক মেয়র আহসান হাবিব কামাল ও সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. নুরুল ইসলামসহ পাঁচজনকে সাত বছর করে সশ্রম কারাদণ্ড দেন বিভাগীয় স্পেশাল জজ আদালত। একইসঙ্গে আদালত সাবেক মেয়র কামাল ও মো. জাকির হোসেন নামে এক ঠিকাদারকে ১ কোটি টাকা করে জরিমানা করেন।
Leave a Reply